একুশ তুমি,
রক্ত মাখা বাগানে সাজানো ফুল
গন্ধে তোমার বিশ্ববাসী মূহুর্তেই আকুল।
একুশ তুমি,
এনেছ ভাষা ,রেখেছ মায়ের ভাষা
একুশ তুমি,
শিশু বাচ্চার একটু খানি আশা ।
একুশ তুমি,
রবী-ঠাকুরের কবি , গীত রচনা।
একুশ তুমি,
মাঠের বুকে কৃষকের বাসনা
একুশ তুমি,
সংগ্রামী নেতা, ফিরিয়ে দিয়েছ কথা
একুশ তুমি,
সবুজের মাঝে রক্তিম স্বাধীনতা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




