আমি, এক শ্রমিক বলছি
আমি, খেটে খাওয়া এক মানুষ বলছি
আমি, অনাহারি এক মা বলছি
আমি, দুধের অভাবে মৃত,এক শিশুর আত্মা বলছি
আজ আমি কোথায় ?
অট্টালিকার ভিড়ে, কলকারখানার নীড়ে,
বল আমি কোথায় ?
খাদ্যের পাহাড়, আর বিলাসী আহার
মাঝে আমাকে পাই নাই ;
শততালা অট্টালিকা আর গাড়ি-ঘোড়ার দ্রুতগামিতা
মাঝে আমাকে পাই নাই ,
শিক্ষার চরম শিখর, জ্ঞানের অফুরন্ত ভান্ডার
সেখানে আমি তো ভান্গার.
চিকিৎসার উন্নত এক যুগ, গর্বেতো পন্চমূখ
সেখানে আমার হাহাকার ।
সোনা-রূপা খন্ডিত পোশাক,আর দামী কিছু মডেল ,
আর আমি ;ছিন্ন বস্র পরিধানকারি জনতা প্রতীক ।
আমি গহহীন, আমি খূদার্ত, আমি অর্ধমৃত
তাই আমি চোর, আর এটা ;
আমার অন্যায় ।
জন্ম হয় বস্তিতে, থাকি ফুটপাতে
তাও অন্যায়,
আমি রোগ ছড়াই, ঘাঁ নিয়ে শরীরে ,
আমি ভিক্ষা করি , অভূক্ত শরীরে ,
সেটাই অপরাধ ।
আমি সন্রাসী, আমি সর্বনাশী
তাই তো বিচার,
আমি জেলে, না হয় ফাসীর দড়িতে
এটাই পরিনতি ।
আশীর্বাদ করছি ,সুখে থাক সততা ,
তোমাদের বানানো সততা
ভুলে যাক মানবতা,
আর আমাদের পরিনতি তো হবেই
এটাই বাস্বব,এটাই যে নীতিকথা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




