বুলেট নিয়ে খেলতে শিখেছি,
লাল রক্তের কাফন দেখেছি,
দেখেছি আমার মায়ের কোলে
বাবার রক্তে ভাইটি খেলে।
দেখেছি আরো কত কিছু----
রক্তমাখা ছোট্ট শিশু ;
দেখেছি কত লাশের সারি,
নবনির্মিত ভগ্ন বাড়ি;
দেখেছি কত তৃষ্নর্ত,
বুলেট বুকে রক্তাক্ত;
দেখেছি কত বারুদের তোড়ে,
নবজাতক ও যাচ্ছে পুড়ে ;
অন্যায়--- নয় এসব
বিচার হচ্ছে ভাই
সন্রাসী যে মোরা
শাস্তি এমন তাই
জানি না কেন নবজাতকও সন্রাসী হয়ে যায়,
গভর্পাতেই বুলেট বিদ্ধ শিশুর মৃত্যু হয়।
জানি না কেন কি করেছি, কি এমন অপরাধ
যার জন্য প্রতিদিন আসে , রক্তে রাঙ্গানো প্রভাত ।
জানি না মোদের কি পরিচয়, কেনবা জন্ম হয়
সন্রাসী ছাড়া আজকে যারা, অন্য কিছু নয়
নিরপরাধ যদি সন্রাসী হয়
সন্রাসী না হয় ভাল ;
দুনি্যায় তবে সন্রাসের সংন্গা বদলে গেল।
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১২ রাত ৮:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




