ভাবনার আঁধারে নোনা সময়
সুনসান নীরবতা ভেঙ্গে নিঃসঙ্গ পাখি ডানার শব্দে প্রকম্পিত করে আকাশ। আকাশের বিশালতার মাঝে সে ছড়িয়ে দেয় আপন নোনা সময়ের ঘ্রান।তারপরে আবার সে হারায় ভয়াবহ নিঃশব্দতার মাঝে। আকাশে জোছনা থাকে না, তারারা হয়তো জ্বলে উঠে না সেদিন আকাশের জন্য।শব্দহীনতার ঝা ঝা স্পন্দন বেজে চলে অবিরত। নিচে পৃথিবীর বুকে এক এক... বাকিটুকু পড়ুন

