হায় হিমছড়ি
অনেক বছর আগে একবার হিমছড়ি গিয়েছিলাম, সুন্দর ছিল জায়গাটা। ঝর্ণা ছিল, সেই ঝর্ণায় ভেজার অবস্থা ছিল, ঝর্ণার নিচ অনেকখানি পানি ছিল- নিলচে সবুজ রংয়ের। সেসময় ঢুকতে গিয়ে টোল দিয়েছিলাম কিনা মনে নাই, দিলেও মনে হ্য় খুব বেশি না। কিন্তু একটা ঝর্ণা, মাঝারি উচ্চতার কয়েকটা পাহাড়-একপাশে সমুদ্র…আমার মনে আছে। তাই মাসখানেকের... বাকিটুকু পড়ুন

