আমি হারিয়ে গেছি। ছায়ার পেছনে ঘুরে, ছায়াকে ভালোবেসে আজ দুপুর সূর্যের নিচে আমি ছায়া খুঁজে মরি। আমার ছায়াও হারিয়ে গেছে। অনেক অনেক দিন আগে, দিন-মাস-বছর কেটেছে আনমনে একা একা ছায়ার সাথে বাক্যনির্মাণে। আজ আবছায়া অন্ধকার ভাল লাগে না, ফ্যাকেশে-ধুসর আকাশে টিমটিমে নক্ষত্রের রাত ভাল লাগে না, মাথার উপর চড়ে থাকা সোনালি-হলুদ থালাটাকে ভাল্লাগে না।
আমি চাই সূর্য আমার সামনে থাকুক, আমি চোখে-মুখে-কপালে সোনালি রংয়ের রোদ মেখে হাঁটবো, আমার পেছন পেছন চলবে আমার ছায়া। বিকেলবেলায় আবার অদল-বদল। ছায়া সামনে সামনে, আমি পেছন পেছন।
আমার ছায়াসঙ্গী, ছায়ার সঙ্গী আমি কায়া, আমরা ভালোই ছিলাম। যতক্ষণ না শহরের সমস্ত আকাশ ঢেকে গেল সুউচ্চ অট্টালিকায়, তরতর করে ভৌতিক গতিতে আকাশ ছুঁয়ে-আকাশ-ফুঁড়ে ওপরে উঠে গেল। তারপর আর গায়ে রোদ লাগলো না, আমার ছায়াসঙ্গী অভিমানে আমাকে ছেড়ে চলে গেল। চারপাশে রোদ নেই, দোকানে রোদচশমা আছে, টিভিতে সান্সক্রিনের বিজ্ঞাপন আছে। ছোটবেলার আঁকার খাতায় সূর্য ওঠার ছবি আছে…কিন্ত ওইটুকুই।
সূর্য ওঠে না, সূর্য ডোবে না, মাঝে মাঝে একটা সোনালি-হলুদ থালা মাথার ওপর আগুন ঝরায়, কিন্তু রোদ নেই, ছায়া নেই...…আর কতক্ষণ হাঁটব, সব গলি একরকম দেখতে, আমি এখান থেকে বের হব কিভাবে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




