ঢাকার অধিকাংশ রাজপথে রিকসার প্রবেশ নিষেধ। সিএনজিগুলো হামার, রোলস রয়েসের মহিমায় ঘোরে-ফেরে। তাই সকালের অফিস ধরার জন্য আমার মতো মাস-মাইনের চাকরিওয়ালাদের অধিকাংশের ভরসা বাস। লোকাল ছেড়ে টিকিট কাটা বাসের লাইনে দাঁড়াই- হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি, অবাঞ্চিত স্পর্শ এড়িয়ে ওঠা যাবে, একটা স্টপেজে আধাঘন্টা করে দাঁড়াবে না, দ্রুত পৌঁছানো যাবে সেই আশায়। কিন্তু যাহা বায়ান্ন তাহাই তিপ্পান্ন। ভাড়া ছাড়া ঢাকার অধিকাংশ রুটে লোকাল আর টিকিট কাটা বাসে বড় কোন তফাৎ নেই। বরং অভিনব কিছু উপায়ে লোক ঠকানো আছে। এই বাস কোম্পানিগুলো যা খুশী তাই করছে, আর আমরা মেনে নিচ্ছি।
প্রায় রাস্তাতেই সোয়া কিলোমিটার যেতে না যেতেই সিগনাল। টিকিট কাটা বাসগুলোর সিগনালের এপারে-ওপারে দুটো কাউন্টার থাকে। দুপারেই টিকিট কাটা মানুষের লম্বা লাইন। দুটো স্টপেজের মাঝখানে একটা ন্যূনতম দূরত্ব থাকা খুব দরকার। এরা জিকজ্যাক করে গাড়ি চালায়! সার্ভিস একই রকম, অথচ ভাড়া দিগুনেরও বেশী। হুটহাট ভাড়া বাড়াচ্ছে, কেউ কিছু বলার নাই। মহাখালির মোড় অবধি মহাখালির ভাড়া, মোড় পেরোলেই গুলশানের… অথচ, মাঝে ওয়ারলেস গেট, স্কয়ার হাসপাতাল, টিবি গেট—এসব যে খাতা-পত্রে মহাখালির ভেতর পড়ে তা ওয়ান লাইন, বৈশাখী বাসের কাউন্টারের লোকগুলোকে কে বুঝাবে?
ওয়ানলাইন বাসের দুইজন মালিকের নাকি ঝগড়া, তারপর ছাড়াছাড়ি হয়ে গেছে। এখন একজন মালিকের ছয়টি মাত্র বাস দিয়ে আদাবর থেকে বাড্ডা পর্যন্ত রুট চালাচ্ছে ওরা। আগের কিনে রাখা টিকিট দেখালেও মানছে না, আবার ভাড়া নিচ্ছে! আদাবর থানার ঠিক সামনেই ওয়ানলাইনের প্রথম কাউন্টার। যেখানে অস্থির, জিম্মি হয়ে যাওয়া মানুষেরা লাইন ধরে দাঁড়িয়ে থাকে। সিএনজি একটাও মিটারে যায় না। নষ্টবাস রাস্তার ওপর ফেলে রাখা থাকে। কে কাকে নালিশ করবে? কেউ দেখার নাই। শুধু আমরা আছি, সাফার করার জন্য।অবশ্য, আদাবর থানার নিজেরই তো পার্কিং নাই। রাস্তার আদ্দেক জুড়ে ওরাই গাড়ি, মটর বাইক ফেলে রেখেছে।
কুকুরকে মুগুড় দিতে আমরাও পারি না… একদিন যদি সবাই মিলে বলতে পারতাম, “গেলাম না তোদের বাসে! চড়লাম না!” কোনো কাউণ্টারে টিকিত বিক্রি হবে না, একটাও না। কোন সিএনজি কে কেউ থামাবে না, অন্তত একদিনের জন্য, আগে থেকে কিচ্ছু না জানিয়ে, আমরা সবাই পায়ে হেঁটে, সাইকেলে চেপে, লোকাল বাসে চড়ে যাতায়াত করলে ওরা ঠিক হয়ে যেত।
সবাই অবরোধ করে, প্রতিবাদ করে, আমরা নাগরিক, আমরা ভুক্তভোগী, আমরা কেন শুধু চুপ করে থাকি? আমরাই কেন সবকিছু সহ্য করি?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




