somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

কে আমার নত মুখ উঁচু ক'রে দেয়

আমার পরিসংখ্যান

দেবব্রত দত্ত
quote icon
বন্ধুবৎসল
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

জলবিন্দু গো

লিখেছেন দেবব্রত দত্ত, ০৩ রা মে, ২০১৪ রাত ১০:২২

মুহুর্তে বেষ্টন করে লতা,

মুহুর্তে পায়ের পাতা সবুজ।

তালুতে টলমল করে

উজ্জল জলবিন্দু এক।

কাফ মাসল্‌ জড়িয়ে উঠে আসে

কলমি লতার যৌবন।

আমাদের গলির নাম পালটে যায়, ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮০ বার পঠিত     like!

কার পাখী

লিখেছেন দেবব্রত দত্ত, ০২ রা মে, ২০১৪ রাত ১২:২৮

কার পাখী,

ওড়ে, ওড়ে, ওড়ে?

কার মেঘ,

ইদানিং মুখ কালো করে?

চিঠি আমার ডাকঘর ছেড়ে গেছে গত বুধবার।

সুবাতাস তোমার ঘরে কথা কয়।

ভাল যাচ্ছে না মায়ের শরীর, ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৫৯ বার পঠিত     like!

বহু দিন তোমার বাড়ী যাই না

লিখেছেন দেবব্রত দত্ত, ০৯ ই মার্চ, ২০১২ রাত ১২:৪৩

বহু দিন তোমার বাড়ী যাই না।

বাড়ীর নম্বর আছে আমার ডাইরিতে।

বারান্দায় নীলমণি চারা এখন নিশ্চই

ছড়িয়ে গেছে তোমার প্রিয়

বাঁ দিকের কোনে।

বহু দিন তোমার বাড়ী যাই না।

সেদিন দোকানে দেখেছি ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৫৯ বার পঠিত     like!

যাত্রাপথ

লিখেছেন দেবব্রত দত্ত, ১০ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:৪১

রাত ফুরিয়ে যাচ্ছে অন্য দিনে,

তোমার মুখ ঢাকছে রাঙা ধুলো,

ঘরে আসছে অবাঞ্ছিত ঝড়,

কি ভাবে যে বাঁচাই গেরস্থালি?



বেঁধে রাখছি প্রচীন গল্প গাথা

ঢেকে রাখছি নীলচে যত আলো, ... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৮৩ বার পঠিত     like!

শামীমার মন্তব্য

লিখেছেন দেবব্রত দত্ত, ১৪ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:১৩

কতকালের পরমাত্মীয় শব্দ , বর্ণের ভিতর ,

ছায়া ফেলে , রন্ধনশালের অবাঞ্ছিত মার্জার ।

ফুলমনি তার নাম রাখে দ্বিধা ।

সরল হোয়ে এল বুঝি , ধাঁধা ?

যেমন ভাবে রইলাম এতকাল ,

অর্থাৎ যতটুকু আমি অদ্যাবধি ,

তারই আলিঙ্গনে , তুমিও তো দিব্বি ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ২৬ বার পঠিত     like!

অন্য একটা নাম

লিখেছেন দেবব্রত দত্ত, ০৮ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:০৩

এইখানে শেষ হ'ল সব,

পথ ও বাতাস।

ক্ষুদ্র হ'য়ে আসে চেনা সম্ভাবনার মোম ।

এখন পাহাড়ের পথে ,

আমরা দুই জনে একলা হাঁটি ।

এভাবে কিছু শুরু হয় না ।

না রে ? ... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৫৩ বার পঠিত     like!

প্রতিকৃতি

লিখেছেন দেবব্রত দত্ত, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:২৭

ছড়িয়ে রাখলে কিছুই না ,

জুড়ে দিলে আস্ত একটা ।

এবার দেখ চেন কি না ,

আমিই তো সেই দূরের লোকটা । বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৫৯ বার পঠিত     like!

ভ্যাবলা চুম্বক ও তার নিরেট লোহা

লিখেছেন দেবব্রত দত্ত, ০৮ ই আগস্ট, ২০১০ রাত ১২:১৩

এখন আর বৃষ্টি নেই , রাত কত হতে পারে ? প্রথম , দ্বিতীয় প্রহর ? কম্পাসের কাঁটার মত পা দুটো ঘুরে যায় শহরের উত্তর লক্ষ ক’রে । এখন বিরোধী আলোয় ভীড়ের ষড়যন্ত্র নেই , শহর লুকিয়ে নিয়েছে তার জনসংখ্যার গ্লানি । এই সে সময় , যখন হাত পা ছড়িয়ে আয়েশ... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৯১ বার পঠিত     like!

সম্ভাবনা

লিখেছেন দেবব্রত দত্ত, ০৫ ই আগস্ট, ২০১০ রাত ১১:৩২

মুদিত আঁখি ।

নিদ্রা অথবা মৃত্যু ।

কোথায় লিখব নাম ?

সোনালী ফুলের পাশে ,

ভ্রমরের কৃষ্ণ ডানা অপেক্ষা ক’রে আছে ।

মরনের টোলে নিদ্রার পাঠ , ধুম্রজাল ,

কে যায় প্রশ্বাসে ? ... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ৭১ বার পঠিত     like!

ওদের কথা

লিখেছেন দেবব্রত দত্ত, ০৪ ঠা জুলাই, ২০১০ রাত ১২:১৪

প্রথম ইয়ে , দেখল চেয়ে ।

না বলেছে , পরেরটায় ।

তপ্ত প্রহর , চিলে কোঠা ।

ওরা ভাল , বাসতে চায় । বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৮৯ বার পঠিত     like!

একান্তে

লিখেছেন দেবব্রত দত্ত, ০১ লা জুলাই, ২০১০ রাত ১২:২৩

আচম্বিতে তরঙ্গীনির

মনে হল কেন এবং কি যে !

ভাসিয়ে নেবার আগে

জানা গেল অঙ্গ আমার ভিজে ।

হাসির শব্দ , জলের শব্দ ,

হাওয়া এবং বালির ।

অনুপম সে শব্দবন্ধ , ... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৩৫ বার পঠিত     like!

জলের হাত

লিখেছেন দেবব্রত দত্ত, ০৭ ই জুন, ২০১০ রাত ১২:৪৭

জলের হাতে আঁকলি ছবি

কিসের উচ্ছাসে ?

এ পথ দিয়ে কোথায় যাবি ,

কাহার বুকের পাশে ?

জলের ছবি , ছবির জল ,

একলা একা হৃদকমল ,

মুছিস কেন জলের হাত ? ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৫৭ বার পঠিত     like!

মান

লিখেছেন দেবব্রত দত্ত, ০৬ ই মে, ২০১০ রাত ১২:২৭

যা কিছু এলোমেলো আছে ,

গুছিয়ে রাখতে চেয়েছি ।

যে পাতা ঝ'রে যেতে চেয়েছে ,

তার সাথে দুটো কথাও বলে নিয়েছি ।

এখন বেরিয়ে পড়ার কাল ।

কখনো থামতে হবে জানি ।

কিছুটা চলা হোয়ে যাক তার আগে । ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৬২ বার পঠিত     like!

কত কালের চেনা

লিখেছেন দেবব্রত দত্ত, ০৫ ই মে, ২০১০ রাত ১২:১৭

ঘরে আমার কাদের আগমন?

কারো আসার কথা তো ছিল না ।

ব্যাথা বলল বাম পাশে তার ক্ষরণ ,

তাড়ান যায় কত কালের চেনা । বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৩৮ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ১০৭৭ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ