আমার কোনো দেশ নেই....শুধু ভাষাটা আছে.....
আমার প্রয়াত ঠাকুর্দা (পিতামহ) আজ থেকে বহু বছর আগে তার বিধবা মাকে সঙ্গে নিয়ে নিজের জন্মস্থান (বানরী গ্রাম, ঢাকা, বিক্রমপুর, বাংলাদেশ) ছেড়ে চলে আসেন কলকাতায়....আমার মেজজেঠু তিরিশ বছর বয়েসে কর্মসূত্রে কলকাতা ছেড়ে পাড়ি দিয়েছিলেন জার্মানি....গতবছর তিনি জার্মানিতেই নিজের বাড়িতে ওনার স্ত্রী ও একমাত্র পুত্রকে রেখে শেষ নিঃশ্বাস... বাকিটুকু পড়ুন

