কবিতা: রবীন্দ্রনাথ ঠাকুরের "কৃপণ"
পাঠ: শিবাশীষ দাশগুপ্ত
রবীন্দ্রসঙ্গীত: শুভজিৎ সেনগুপ্ত
খুবই তাড়াতাড়ি করে, কোনোরকম প্রস্তুতি ছাড়াই, হঠাৎ করে ২২ শে শ্রাবণে কবিগুরুকে তার সার্ধশতবর্ষে স্মরণ করে, আমাদের অতি ক্ষুদ্র দূর্বল একটি ব্যর্থ প্রচেষ্টা মাত্র। তাই কিছু অমার্জনীয় ত্রুটির জন্য আমরা অশেষ ক্ষমাপ্রার্থী।
২২ শে শ্রাবণে রবি-স্মরণ
পুনশ্চ: আমাদের কবিতা-পাঠ ও গানের background এ কিন্তু ব্যাঙ ও ঝিঁঝিঁপোকার ডাকও record হয়েছে, একটু ভালো করে কান পাতলেই শোনা যাবে।Recording টা রাত্তিরবেলাতে একটা পুকুরের পাশে করা হয়েছিল বলে এই শব্দগুলো এসেছে
(Recorded on 9th August, 2011, Gainesville, USA)
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




