মৌসুমী করিডরে
বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে, সন্ধ্যা গড়িয়ে রাত্রি। কেউ মাত্রাবৃত্তের পাঁচের চালে জিজ্ঞেস করে, “অবনী বাড়ি আছো?”। আমি তো ছোট জলাশয় থেকে শিখছিলাম কীভাবে রাত গলে গলে পড়ে জলের নিশ্বাসে। আমি কী করে বলব কবিতা আগে নাকি কবিটা আগে! আমার ছন্দ শিক্ষায় কৈশোরের “এসেছে শরৎ হিমের পরশ” এই ছ’য়ের চাল যখন... বাকিটুকু পড়ুন

