গাছের মৃদু স্পর্শ চেয়েছিল সে এক নাম না জানা নদী
তাই সূর্যের ফেলে রাখা নিটোল বারান্দায়
তিরতির জলে ছায়া ফেলে যায় অনামী গাছের দল
ক্যালেন্ডারের লাল দাগ আর বদলানো পোষাক পেরিয়ে
শুধু তিরতিরে জল, সবুজ ছায়া
আর মাঝে মাঝে ভিজে থাকা একটা আকাশ
রাস্তার হলুদ দাগে আমিও কতদিন দেখেছি সে নদী
জমে থাকা সাইকেলের রোদেলা ঘন্টি
সরকারী অফিসের প্রশস্ত বারান্দার কোলাহল
সব পার হয়ে
যেখানে পাহারায় থাকে সাদা পোষাকের দীর্ঘ ছায়া
আমি সেখানে দেখেছি সে নদীর চলাচল
শুধু অক্ষরের নৌকা, আয়নার মুখ
আর মাঝে মাঝে ভুলে থাকা কয়েকটা প্রহর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




