লোকাল ট্রেনের জানলা দিয়ে ফুরফুরে ব্যালকনি
এম.এম.এস.-এ তোমার ছবি আঁকছি সমকোণ-ই
এই যে তুমি আড়াল হলেই নিভন্ত মোমবাতি
সেই তুমি-ই রমণশব্দে, তুমুল বৃষ্টি, খাতির
ব্যালকনিতে তোমার নালিশ, জতুগৃহের ফাঁদ
চুলের ঢালে মেঘের চিঠি, জ্যোৎস্নাকবচ, চাঁদ
একটা আমার উষ্ঞ বালিশ, ছুটির কলম ঘেঁষা
একটা আমার শিল্পি ভ্রমর, অদম্য এক নেশা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




