তামাশায় কাব্য রচনা
মিথ্যা আশার সে ভালবাসা,
সপ্ন দেখাই শেষ ভরসা।
শুকনো কান্নার হাসি মুখ ফুটে,
খাঁ খাঁ শূণ্যতা আমায় ডেকে উঠে।
চারিদিকে কত আলোর ঝলকানি
হিংস্র কিছু রক্ত চাহুনি,
মাঝে আমি নিজেকে বিলাই,
যা হোক না যা;
হারানোর তো কিছু নাই।
কান্না লাগে, কাদঁতে পারি না
হাসতে যে আমার মন চায় না,
চুপ করে থাকি ,তামাশা দেখি
অযাচিত কলোরবে মগ্ন থাকি।
মূখ ফুটে বলি ,... বাকিটুকু পড়ুন

