
আমি ২০১৫ সালে যখন বুঝতে পারলাম অহমিকা নেগেটিভ চিন্তা এগুলো দূর করা দরকার। সাথে সাথে গুগল করলাম। সার্চ দিলাম পেলাম কোয়ান্টাম মেথড। বিশাল ওয়েবসাইট আর্টিকেল পড়ার পরে যেইটা লিখে সার্চ দেই তার উত্তর পাই। কিছু মেডিটেশন ডাউনলোড করি। একা মেডিটেশন করা শুরু করলাম ভালই লাগলো।
এরপরে কোর্স করলাম ঢাকা আইডিবি ভবনে। কোর্স শেষে তাদের ফাউন্ডেশন এর নির্দেশনা মত চলার চেষ্টা করলাম। আস্তে আস্তে বেশ ভালোই দৃষ্টিভঙ্গির পরিবর্তন হলো।
আমি যেখানে কর্মরত ছিলাম বাস মালিক সমিতে সেখানে ইনচার্জ হলাম। কিন্তু বাসস্ট্যান্ড আসলে একটি জনবহুল জায়গা। প্রতিষ্ঠানের সিস্টেমের এবং সংসৃষ্টদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করার চেষ্টা করলাম। যত দুর্নীতি অনিয়ম প্রতিবাদ করলাম।ফলে ২০১৮ সালের ৪ মার্চ আমার উপর হঠাৎ অতর্কিত হামলা হল। দুঃখজনক হলেও সত্য যাদের জন্য হামলা শিকার হয়েছি তারাই তখন পাশে ছিল না।
সবচেয়ে বেশি কষ্ট লাগলো আমার হামলার পিছনে আমি যাকে বাবার পরের স্থান দিয়েছিলাম আমার এলাকার এক বড় ভাইকে। সে নাকি যারা আমার উপর হামলা করেছে তাদের কাছ থেকে ত্রিশ হাজার টাকা নিয়েছে। কষ্টে বুকটা ফেটে গিয়েছিল। যখন জানতে পেরেছি এরপরে ওই যে সেই প্রতিষ্ঠান থেকে চলে আসছি আর যায়নি।
এরপরে আমার অর্থ সংকট শুরু হয়। আস্তে আস্তে আমি সামাজিকভাবে আমাকে সবাই অমূল্যায়ন করা শুরু করে। কারণ আমাদের সমাজে মার খাওয়া কোন মানুষকে সম্মানের চোখে দেখে না।
অবশ্য তার বেশ কিছুদিন পর কাউন্সিলিং করালে সেই ট্রমা থেকে মুক্তি পেতে শুরু করি
লিখবো যা বলতে চাই- ১
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০২৪ সকাল ৮:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




