আজন্ম আমার জীবন-টা ছিল অগোছালো ।
এভাবেই তো চলছিল ভাল ।
যখন নিজেকে একটু গোছাতে যাচ্ছিলাম।
ঠিক তখনই তোমার নিজের জীবনকে সাজাতে গিয়ে
আমাকে আবারও ঠেলে দিলে অগোছালোতে ।
বড়ই সুখে আছি নিজে নিয়ে
আমার সেই চিরোচেনা অগোছালো জীবনে।
আর হয়তো কখনোই গোছানোর চেষ্ট করা হইয়ে উঠবেনা ।
আর হয়তো কখনোই নিজেকে পরিবর্তনের আকাঙ্খা জাগবে না ।
কিবা হবে সুন্দর গোছালো জীবন দিয়ে
তার চেয়ে বেশ আছি অগোছালো জীবনে।
আর হয়-তো কারো কখনোই হবে না জানা
অগোছালো জীবন-টাা কে নিজেই করেছিলাম মানা ।
তবুও তো চলছে ভালই
এই অগোছাসলো জীবন থেকে আসবে আলো ।
জীবনে তো কত কিছুই ঘটে
তাই বলে জীবন থেমে থাকে বটে ।
ভাল আছি অগোছালো জীবন-টা নিয়ে
চল হয়তো অজীবন এভাবেই ।

সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



