আমি অতি অভাজন, বিদ্যে-বুদ্ধি নাই
মাল সমাচার কিছু আপনাদের শুনাই
মালের মাল আবুল মাল,আর এক মাল আবুল
সবাই মিলে ধরে তাদের পাঠিয়ে দাও কাবুল,
পুরানো মাল দিয়ে এখনও অর্থমন্ত্রণালয় চলে
শেয়ার বাজার ফাট্কা বাজার ধমক দিয়ে বলে।
সড়ক পথের বেহাল দশা সবাই যখন বলে
এমন কথায় আবুল হোসেন হেসেই পড়েন গলে
পদত্যাগের কথা শুনে দাঁত বের করে চান
তিনি যে আসল আবুল এটাই তার প্রমান।
বানিজ্যমন্ত্রী ফারুক খান তিনি বলেন কম খান
হুসিয়ারী দিলে পরেই বেড়ে যায় মালের দাম
নৌমন্ত্রী শাহজাহান খান সড়ক পথে নৌকা চলান
গরু-ছাগল চিনলে পরেই মানুষ মারার লাইসেন্স দেন।
মন্ত্রীসভা আরও অনেক মালে আছে ভরা
রমজানের পরেও দেখি মালের দাম চড়া।
আরও অনেক মালের খাবর আমার কাছে আছে
সে সব খবর বলতে যদি ধরা পড়ি পাছে।
এখানেই মালের কথা করলাম সমাপন
মালের উপর নজর রাখুন সবাই সারাক্ষণ।
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





