আজ কয়েক দিন ধরে বুঝতে পারছি না ব্লগে এত বোমার শব্দ কেন ।
ব্লগে ডুকেই শুধু রাজনীতি পোষ্ট ।
তাই আমার মনে হয় বাংলাদেশ থেকে যেদিন হাসিনা আর খালেদা আর এরশাদ মারা যাবে সেই দিন থেকে ব্লগের এই সব বিরক্তি করন বাজে রাজনীতির পোষ্ট থেকে ।
আগেতো মনে করতাম আমি একাই বেক্কল এহন দেহি আমার থেকে বড় বেক্কল আপনেরা আর এইযে আপনাগো রাজনীতি নিয়ে লেখা গুলো এগুুলো আমার মনে হয় আমার মতো অনেকের কাছে বাংলা ব্লগকে ধর্ষন করার মতো ।
আপনেরা কিন্তু অনেক ভালো ভালো গল্প লেখতে জানেন অথচ তা ছেড়ে কি সব পাগলামী শুরু করলেন বুঝি না ।
আরে ভাই হাসিনা বলেন আর খালেদাই বলেন তারা কিন্তু পেটে পেটে খালাতো বোন তা না হলে দেখছেন একজনের ছেলে মরছে আরেক জন সমবেদনা জানাইতে চলে গেছে।
অথচ নির্বাচনের সময় আপনার কাছে আমার কাছে আছে একটা ভোট ভিক্ষা
করার জন্য । অথচ দেখেন আমাগো কেও মরলে হ্যতাগো কাউরে খুজে পাওয়া যায় না একটু বুঝার চেষ্টা করুন ।
কি ভাবছেন আমি কোন দল করি ভাই আমি কোন দলই করি না । তবে জীবনের প্রথম ধরে শেষ একটি ভোট এক দলকে ভালো বেসে দিয়েছিলাম
তারা ক্ষমটায়ও আইছে কিন্তু কোন লাভ হয় নাই ।
আসা করি সকল ব্লগার ভাই আপুনিরা বিষয়গুলো একটু খেয়াল রাখবেন ।
আর কৃতপক্ষের কাছে বিশেষ আবেদন রইলো পারলে কিছু ব্লগারদের ব্যন করে দিন সাথে অবশ্যই আমার নিকটিও ব্যন হবে ।
কয়েক দিন আগেও ব্লগের পরিবেশ অনেক সুন্দর ছিল।
তাই কয়েক দিন যাবর্ত চিন্তা করেছিলাম তাদের কাছ থেকে আমরা নবীনেরা
কিছু লেখালেখি শিখবো কিন্তু এখন লেখকেরা যা শুরু করেছে তাতে মনে হয়
ব্লগ লেখার চেয়ে খোঁচা দেওয়া কথাই বেশি শেখা যাবে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


