হয়তো শৈশবে ছিলাম
যখন হামাগুরি দিতাম মাটিতে মাটিতে,
অথবা হাটা শিখেছিলাম
গাছ নিয়ে খেলতে খেলতে।
আজ কোথাও মাটি নেই, আমাদের এ নগরীতে
অবশীষ্ট মাটি টুকুও ইট-পাথরে গেছে গেথে।
হয়তো কৈশরে ছিলাম
যখন ঘুমাতে যেতাম রাতের তারা গুনে,
অথবা ঘুম ভাঙতো
পাখির কোমল ডাক শুনে।
আজ বিল্ডিংযের ভীড়ে আকাশ দেখা যায়না,
তারা গোনা ও পাখির ডাক ও শোনা যায় না।
হয়তো দূভাগ্য নিয়ে জন্মেছিলাম
তাই যৌবনে দেখলাম নগরীর এ চেহারা,
কোথায় মাটি, কোথায় পাখি
কোথায় সে আকাশের তারা,
সব গিয়েছে আজ হারিয়ে ইট-পাথরের ভীড়ে
সবাই ব্যাস্ত নগর সাজানোয় নিজের নিজের নীড়ে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




