নতুন ব্লগ লিখতে আগ্রহী কিন্তু কিভাবে কি করবে তা ভেবে না পেয়ে ব্লগে ভিজিটর হিসেবেই থেকে যা্ওয়া ব্লগার হতে আগ্রহীদের জন্যে যাদের মধ্যে কেউ কেউ অনুরোধ করেছেন তাদের জন্যে নতুন ব্লগ নিক রেজিস্ট্রেশনের কাজটা যেন আমিই করে দেই। কারো কারোটা করেও দিয়েছি। কিন্তু বিষয়টা প্রাইভেসীর জন্যেই অস্বস্তিকর হয়ে উঠে।
তাদের কথা ভেবেই একটা অংশ রাখলাম যেন তারা নিজেরাই নিজেদের জন্যে ব্লগ রেজিস্ট্রেশন করে নিতে পারেন।
![]()
লগইন নেমটা আপনার সুবিধেমতো করলেই হবে। তবে তা যেন সহজেই আপনার মনে থাকে সেদিকে খেয়াল রাখবেন।
পাস্ওয়ার্ডের বেলায়্ও একই কথা।
আর "বাংলায় আপনার নাম" মানে যেই নামে আপনি ব্লগে পরিচিত হবেন সবার কাছে। চেষ্টা করুন নিজের নাম অথবা সুন্দর কোন নাম নিক হিসেবে নিতে। একটি সুন্দর নিকের গ্রহণযোগ্যতা তুলনামুলকভাবে অসুন্দর নামের চেয়ে বেশি হয়ে থাকে।
![]()
আপনি কোন কি-বোর্ডে লিখবেন সেটি আপনার ব্যাপার। আমি বিজয়ে লিখি। সেক্ষেত্রে আপনাকে ছবিতে দেখা মতো পছন্দের কি-বোর্ডটি বেছে নিতে হবে।
![]()
আপনি আপনার কোন ইমেইল ঠিকানাটি ব্যবহার করবেন তা আগেই সেই মেইল ঠিকানাটি একটি ট্যাবে খুলে নিশ্চিত হয়ে নিন, তার পাসওয়ার্ড ঠিকঠাক আছে কি না। আর রেজিস্ট্রেশনের কাজ শেষ হলে কিন্তু আপনার সেই ইমেইলে একটি মেইল যাবে তখনি। কাজেই মেইল ঠিকানাটির চলমানতা আগেই নিশ্চিত করে নিন।
![]()
আর শেষে সব ঠিকঠাক মতো কাজ শেষ করার পর "একমত" চেপে রেজিস্ট্রেশনের কাজ শেষ করুন।
![]()
ওকে আপনি তবে হয়ে গেলেন নিজের একটা ব্লগের মালিক। সামহোয়্যারইন ব্লগের একজন ব্লগার।
প্রথম পাতার ডান পাশে নোটিফিকেশন পাবেন নিয়মিত। তা লক্ষ্য করুন।
![]()
প্রোফাইলে কি ছবি দিবেন আর নিজের সম্পর্কে কি লিখবেন সেটা আপনি নিজেই ঠিক করে নিন।
এবার নতুন একটি পোস্ট দিয়ে দিন। তাতে আপনাকে অন্যরা ওয়েলকাম জানাতে পারবে সহজেই। চেষ্টা করুন প্রথম ব্লগটাতেই নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে। যেনো আপনার প্রথম পোস্ট দেখেই পুরনোরা ভেবে নেয় যে পরের পোস্টগুলোর গুণগতমানও ভালোই হবে।
![]()
ছবি দেখে পর্যায়গুলো অতিক্রম করে যান।
![]()
শিরোনাম বোল্ড করুন
![]()
লেখা সেভ করুন
![]()
![]()
![]()
পোস্টে নতুন পদ্ধতিতে ছবি দিতে চাইলে অন্যমনস্ক শরৎ-এর
নতুন পদ্ধতিতে ব্লগ পোষ্টে ছবি আপলোড দেখে নিতে পারেন মন্তব্যগুলো সহ। তাতে যথেষ্ট কাজে লাগবে আপনার পোস্ট সমৃদ্ধ করতে।
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
চেষ্টা করেছি মুলত ছবিগুলোতেই যা বলার বলে দিতে। সাথে ছবির বাইরেও কিছু প্রয়োজনীয় কথা জুরে দিয়েছি।
আশা করি নতুন দেরতো বটেই পুরনোদেরও কাজে লেগে যেতে পারে।
ব্লগ নিয়ে আগের পোস্টটি দেখতে পারেন।
ওয়াচে থাকা সহব্লগারদের জন্যে এখানে মন্তব্য করার সুযোগ রয়েছে।
সচিত্র ব্লগ টিউটোরিয়াল
♣ব্লগ টিউটোরিয়ালঃ (ওয়াচে থাকা এবং নতুন ব্লগারদের জন্যে অবশ্য পাঠ্য)♣
নতুন, পুরনো সবার জন্যে শুভকামনা রইল।
উৎসর্গঃ সেইসব প্রিয় সিনিয়র সহব্লগারদের। যারা তাদের অনেক মূল্যবান সময় দিয়ে আমাকে বিভিন্ন সময়ে এসব বুঝতে সহযোগিতা করেছেন।
===========================
আমার নিজস্ব সাইট আশা জাগানিয়া-য় আপনাদের স্বাগতম।
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




