আপেল মাহমুদ
তুমি আকাশের মত বিশাল হবেনা, কারণ আকাশে থাকে আমাবশ্যার কালিমা, পূর্ণিমাকে কৌশলে করে বিতারিত।
তুমি সাগরের মত গভীর হবেনা, কারণ তার জলোচ্ছাস ভাসিয়ে নেয় সব কিছু।
তুমি চাঁদের সুরভী হেব না, কারণ তার চির শত্রুতা আমাবশ্যার সাথে।
তুমি স্নিগ্ধ হিমেল বাতাস হবেনা, কারণ সে ঝড় হয়ে আসে, ভাঙ্গে স্বপ্ন মানুষের।
তুমি কাক ডাকা সোনালী ভোর হবেনা, কারণ তা ক্ষণস্থায়ী।
তুমি ছোট নদীতে ছেড়া পালের নৌকা হবে না, কারণ সে ডুবে যায় ঢেউয়ের অন্তরালে।
তুমি হিজলের ফুল হবেনা, কারণ সে ভেসে যায় ঝিলের জলে।
তুমি সবুজ অরণ্য হবেনা, কারণ সে পুড়ে যায় রোধের তাপে।
তুমি গ্রামের সরল চঞ্চল কিশোরি হবে, কারণ তার আছে একটি সুন্দর মন,
যে মন দিয়ে আমাকে বন্ধু বানাবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




