
মুসলিম বন্ধুর মৃত্যুতে জানাজার শেষ প্রান্তে অঝোরে কেদেছেন, বিমর্ষ হয়ে বসে থেকেছেন দীর্ঘদিনের হিন্দু বন্ধুটি। জী এটাই আমরা দেখলাম । এটাই আমাদের সবার কাম্য , আমার যেন সকল সাম্প্রদায়িকতাকে , সকল বিদ্বেষকে নির্বাসনে পাঠাতে পারি ।
ধর্ম ধর্মের বিরুদ্ধে দাড়ায়নি এখানে, মানুষ দাড়ায়নি মানুষের বিরুদ্ধে। কিন্তু মূর্খ, ধান্দাবাজ, নোংরা মানসিকতার ধর্ম ব্যবসায়ীরা তারই সৃস্টিকর্তার সৃস্টি আরেক ধর্মের মানুষকে কি পরিমান ঘৃনা করতে শেখায় সেটা কল্পনাতীত!!
আমরা যেখানে ক্রমাগত তলিয়ে যাচ্ছি , আমাদের দেশ আগে এতো সাম্প্রদায়িক ছিল না ।
সব ভুবনের মালিককে স্বাক্ষী রেখে বলছি, সাম্প্রদায়িকতার মতো মূর্খতা আর অসভ্যতা এই মানবজীবনে আর নেই কিন্তু আমাদের দেশের মানুষরা কি বেরিয়ে আসতে পেরেছে , এই ঘূর্ণীপাক থেকে ।
কুমিল্লার গুণবতী বাজারের ব্যবসায়ী মরহুম আমীর হোসেন সওদাগরের জানাজা হচ্ছে। জানাজাতে উপস্থিত মুসল্লীদের পিছনে বিমর্ষ হয়ে বসে থাকা এই ব্যক্তির নাম সুধীর বাবু।
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



