click this link
প্রত্যকেই চায় তার মেইল একাউন্ট টি যদি আরো আকর্ষনিয় হতো। তাই আপনি ও পারেন নিচের লিংক টি ডাউন লোড করে আপনার মেইল টি কে আকর্ষনীয় করতে পারেন।
উক্ত সফট ওয়্যারটির নাম IncrediMail
এবার জেনে নিন আপনার মেইল একাউন্টি কিভাবে IncrediMail এ Tnasper করবেন।
১। প্রথমে IncrediMail টি open করুন । পেজের বাম পাশে লক্ষ করুন
Manage identities নামে একটি অপশন আছে এতে ক্লিক করুন একটি বক্স আসবে এতে new অপশন ক্লিক করুন , আর ও একটি বক্স আসবে Identity name বক্সে আপনার নাম টাইপ করুন, নিচে Require password এর পাশে টিক চিন্হ দিন password দেওয়ার জন্য একটি বক্স আসবে। এতে password দিন ,পুনরায় confirm pasword টাইপ করুন ok বাটন ক্লিক করুন
মনে করুন আমি Identity name nahid দিয়েছি সেক্ষেএ ok বাটন ক্লিক করার পর Do you want to switch to nahid now নামে একটি অপসন আসবে এতে Yess click করুন
এবার আপনার মেইল একাউন্টি সেটিং করার জন্য সেটিং বক্স আসবে i accept button ক্লিক করুন ।আরেক টি বক্স আসবে এতে gender&country সিলেক্ট করে next button ক্লিক করুন । আরেক টি বক্স আসবে তাতে next button ক্লিক করুন ।পরের বক্সে your name এ আপনার নাম your email address এ আপনার email address টাইপ করুন next button ক্লিক করুন ।এরপর যে বক্স আসবে তাতে কিছু পরিবর্তন না করে next button ক্লিক করুন । পরের যে বক্স আসবে তাতে password অপসনে আপনার পছন্দ মত password টাইপ করুন(এই password টি IncrediMail এ আপনার একাউন্ট password হিসাবে গন্য হবে ) ফিনিস বাটন টাইপ করুন। কয়েক সেকেন্ডের মধ্যে আপনি IncrediMail এ প্রবেস করবেন এবং inbox এ confirmation message পাবেন ।
৩। এবার আপনি আপনার web mail এ যান। (মনে করুন আপনার একাউন্ট টি [email protected]) এ ক্ষেএ আপনি http://www.gmail.com এ গিয়ে আপনার একাউন্ট টি ওপেন করুন। ওপেন হলে ডান পাসে সেটিং
অপসনে যান ক্লিক করুন। Forwarding and POP/IMAP অপসন দেখতে পাবেন। Forwarding and POP/IMAP এ ক্লিক করুন Disable forwarding অপসন টি সেলেক্ট করুন । নিচে সেইভ চেন্জ ক্লিক করুন।সাইন আউট করে বের হয়ে আসুন।Manage identities যে password দিয়েছিলে এখানে সেটি দিতে হবে। password টি দিলে IncrediMail টি ওপেন হবে। এবার বাম কোনায় Manage identities অপসনে ক্লিক করে আপনার ইউজার নেম টি সেলেক্ট করুন।
৫। এখন IncrediMail টি সম্পুর্ন নতুন আঙ্গিকে ব্যবহার করুন।
IncrediMail এ বেশ কিছু সফটওয়্যার আছে যা দিয়ে আপনি আপনার মেইল একাউন্টি সাজাতে পারেন মনের মত করে।IncrediMail সফটওয়্যার সম্পর্কে পরের ব্লগে ধারনা দিব।
৪। এবার IncrediMail আইকন ক্লিক করুন password চাইবে আমার এই প্রয়াস যদি আপনাদের এতটুকু কাজে লাগে তবেই আমার স্বার্থকতা। মতামত দিলে অনুপ্রেরনা পাব।ধন্যবাদ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






