সাম্প্রতিক সময়ে প্রতিদিন নিউজপেপার এবং টেলিভিশন চ্যানেল গুলোতে দেখছি,
থাইল্যান্ড এবং মালায়েশিয়ার গহীন জঙ্গলে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মানুষের কঙ্কাল মিলছে।

আমার প্রশ্ন কেনো ওখানে তোমাদের লাশ মিলবে ?
জানি উত্তর একটাই আসবে ,কিছু বেশি অর্থ উপার্জন করে পরিবার-পরিজনদের কে একটু বেশি ভাল রাখার জন্য ।
আচ্ছা যারা এখন ঐ জঙ্গলে আছে তাদের পরিবার কতটা সুখি আছে,কতটা ভালো আছে ?
জানি উত্তর মিলবে না,মিলবে কিভাবে যে উত্তর দিবে সে তো নিজেই আজ অজানা পথের পথিক।
ঐ পরিবারে কাছে আমার প্রশ্ন,
পারতেন না তাকে আটকাতে, পারতেন না সাদামাটা জীবনযাপন করতে ?
জানি উত্তরে আজ আপনি থাকবেন নিরব,আজ যে আপনার নিরব থাকার দিন ।
কোন উত্তর কি আছে এই জাতির কাছে ?
.....................আসাদ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


