বলপেনের দাম কত? বললো, পোনদর টাকা । কি এক আজব উচ্চারণ মাইরি!
.
এরপর বললাম, ভাই বিকাশে কিভাবে ক্যাশ আউট করে? আবারো বললো, পোনটা এদিকে দেন্ । দেখিয়ে দি কিভাবে করে ।
.
আরেকদিন দেখি সেই ভদ্রলোক কেকের দোকানে চাকরি নিয়েছে । স্বভাববশত জিজ্ঞেস করলাম, এক পাউন্ড কেক্ কত? সে বললো, এক পোন্দ চারশ টাকা মাত্র ।
.
বললাম ফুড ফান্ডার মাধ্যমে সার্ভিস দেন্ না? বললো, পোদ পোন্দা এগুলোর কথা কাজে কোন মিল নেই । কেক্ নিয়ে যাওয়ার পর আবিষ্কার করলো বার্থ ডে শেষ । পরে ফেরত দিতে আসলে ** ম্রা দিলাম । তাই আর আসেনা ।
.
ওকে একটা বাঁশ দিতে হবে তাই বললাম, সুন্দর করে কথা বলা যায় না? সে বললো, হেয়ার পজেটিভ । এই যে এখন ‘পোনে বারোটা ১১.৪৫’ বাজে এটা কি খারাপ শব্দ? এখন কি ‘ফোনে বারোটা’ বললে খুশি হবেন? বললাম, তা হবে কেনো? সে বললো, খালি কি ফোনে বারোটা বাজে? ঘড়িতে বাজে না?
.
উপায়ন্তর না পেয়ে বললাম, বাজে মানে ই তো খারাপ । সে এবার শুদ্ধ করে বললো, ফোন বাজে হলে ব্যবহার করেন কেন্? অনেকভাবে বুঝালাম এই বাজে মানে রিং বাজে । রিংটোন ।
.
অবশেষে সে পত্রিকার দিকে তাকিয়ে বললো, পোনা অবমুক্ত করা কি খারাপ? আমি বললাম, অবশ্যই মন্দ এবং নিন্দনীয় । পত্রিকাটি আমার সামনে এগিয়ে দিয়ে বলতে লাগলো এই দেখেন শিরোনাম, “জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা মৎস্য অধিদপ্তর ভোলার তজুমদ্দিনে মাছের পোনা অবমুক্ত করেছে।”

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






