আজকের বাইডেন কিন্তু কেবল আমেরিকা শাসন করছেন । রাশিয়া কিংবা উত্তর কোরিয়া অথবা এমন অনেক দেশ আছে যেখানে তার কোন খেলা নেই ।
.
আজকের ভারত সরকারের দৌড় ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তান পর্যন্তও নেই । উত্তর-পূর্বে চীনেও নেই । নেপাল ও ভুটান এবং পূর্বে বাংলাদেশ কিছুটা থাকলেও আবার মিয়ানমারে নেই । অন্যান্য দেশতো বহুত পরের কথা ।
.
দুটো দেশের নাম বললাম কারণ এগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে আলোচিত দেশ ।
.
পৃথিবীর বুকে মাত্র তিনজন বাদশা ছিলো যারা পুরো পৃথিবী শাসন করেছে । সোলাইমান আঃ, জুলকারনাইন এবং নমরুদ । তাদের মধ্যে একজন এতো ক্ষমতাধর ছিলো যে সে আল্লাহকে মারার জন্য আকাশ পর্যন্ত পৌঁছে সেখান থেকে বেঁচেও ফিরে এসেছিলো । কিন্তু তার সৈন্যবাহিনীকে আল্লাহ কেবল মশা বাহিনী দিয়ে ধ্বংস করেছিলো । আর নমরুদকে কেবলমাত্র একটি মশা দিয়ে তিলে তিলে কষ্ট দিয়ে এবং জুতার বাড়ি মাথায় দেওয়াতে দেওয়াতে মেরেছিলেন ।
.
নিজ সম্প্রদায়ের ওপর সীমাহীন অত্যাচার এবং প্রভু দাবি করা আরেক জালেম শাসক ছিলো ফেরাউন । আল্লাহ তাকে সাগরে নিক্ষেপ করে ডুবিয়ে মেরেছিলো ।
.
আরেকজন ছিলো মুসা (আ.)-এর সম্প্রদায়ের এক ব্যক্তি যার নাম কারুন । সে ছিলো অন্য জালেম শাসকের মতোই ভয়ানক । পরিণামে তাকে তার প্রাসাদসহ ভূগর্ভে ধসিয়ে দেওয়া হলো ।
.
আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না । এটা সব শাসককে স্মরণ রাখা উচিত । এই পৃথিবীতে লক্ষ লক্ষ রাজা, বাদশা, সম্রাট ছিলো । আজ কেউ নেই । আগামীতে কেউ থাকবে না ।কেবলমাত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী বিরোধিদলনেত্রীরা চিরদিন বেঁচে থাকবে মনে হচ্ছে । কেউ দেশের ** মেরে গেছে । কেউ ** মেরে যাচ্ছে । আর কেউ ** মেরে যাবে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



