তিন বন্ধু এক সুন্দরীর প্রেমে পড়লো,
-প্রথম জন মেয়েটিকে একটি ডায়মন্ডের রিং গিফট করলো ।
-দ্বিতীয় জন একটি জামদানী শাড়ি গিফট করলো ।
-তৃতীয় জন একটি সেলফি স্টিক গিফট করলো ।
.
এরপর মেয়েটি,
-তৃতীয় জনের প্রেমে পড়লো,
-দ্বিতীয় জনকে সাইড নায়ক বানালো,
-প্রথম জনকে বিয়ে করলো ।
.
তারপর মেয়েটি তিন জনকে উদ্দেশ্যে করে গাইতে থাকলো,
-লাউয়ের আগা খাইলাম/
-গোড়াও খাইলাম/
-লাউ দিয়ে বানাইলাম ডুগডুগি!
.
আর তিনজন মেয়েটিকে উদ্দেশ্যে করে গাইতে থাকলো, "সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী!"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



