এই মুহূর্তে টাকা নাই, ধার করে চলতেছি: সারজিস
৫ আগস্টের পর সমন্বয়কেরা অনেকেই অনেক টাকা-পয়সার মালিক হয়ে গেছেন, এমন দাবির প্রেক্ষিতে সারজিস আলম জানিয়েছেন, এই মুহূর্তে তিনি ধার করে চলছেন। কাউকে সেটি বলতেও পারছে না।
কয়েক দিন ধরে ফেসবুকে কিছু ভিডিও দেখা যাচ্ছে। সেখানে বলা হচ্ছে প্রাডোর মতো দাবি সব গাড়িতে চলাফেরা করছেন সমন্বয়কেরা। মঙ্গলবার রাতে গাড়িতে ওঠার সময় সারজিস নিজেই নিউজ হান্টকে এর ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, ‘‘আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই, ধার করে চলতেছি। এটাই হচ্ছে রিয়েলিটি, আপনি আমাদের সমন্বয়ক বলে যাদের চেনেন, তাদের পকেটে হাত দিলে কখনো দুই-তিন হাজার টাকাও পাবেন না। আমার পকেটে মানিব্যাগও নাই। কিন্তু আমরা এটা বলতে পারছি না, কারণ মানুষ বিশ্বাস করবে না। সো ফ্যাক্ট হচ্ছে, রিয়েলিটি আর সোশ্যাল মিডিয়া এক না আসলে ভাই। রিয়েলিটি বুঝতে হলে আমার সাথে একদিন চলতে হবে।’’
ভিডিও থেকে অনুবাদ