খে'লাফতের জন্য যদি সত্যিই হি'যবুত তাহরী আন্দোলন করে তাহলে আমিও হি'যবুত তাহরীর পক্ষ নিবো।
কোন পথ, কোন পথ? খে'লাফত খে'লাফত
মু'সা আ. কে যখন বলা হলো, ফেরাউনকে ই'সলামের দাওয়াত দাও। তখন কিন্তু নবী বলেন নি, ফে'রাউন অনেক শক্তিধর। বরং বলেছিলেন, হে প'রওয়ারদেগার আমার বক্ষকে প্রসারিত করে দাও। আমার কথাকে সহজবোধ্য করে দাও। আমার জিহ্বার জড়তা দূর করে দাও। যাতে সবাই আমার কথা বুঝতে পারে।
যাই হোক ফেরআউনকে সে ই'সলামের দাওয়াত দিলো। ফেরআউন মানলো না। বরং যু'দ্ধ শুরু করলো। তাকে তাড়াতে গিয়ে ফেরাউন ডুবে মরলো । ডুবিয়ে কে মেরেছে? পরমকরুণাময়। কারণ তিনি অবশ্যই আপনি যদি তার দ্বী'ন কায়েমের জন্য সত্যি কাজ করেন তার সাহায্য আসবেই।
মূ'সা পরে তার কওমকে যখন বললো, পরমকরুণাময় শক্তিশালী সম্প্রদায়ের বিরুদ্ধে তোমাদের যু'দ্ধ করার জন্য বলেছেন। তখন কিন্তু তারা বলেছিলো, তুমি আর তোমার মালিক গিয়ে যু'দ্ধ করো। শুধু দুইজন লোক ছাড়া।
ঐ দুইজনের মধ্যে একজনকে আল্লাহ পরে নবী করেছেন। তার হাত দিয়ে যু'দ্ধে মু'সলিমরা জয় লাভ করেছিলো। সেই যুদ্ধে আল্লাহ সূর্যকে থামিয়ে দিয়ে আবারও সাহায্য দিয়ে জয় লাভ করিয়েছেন।
ব'দরের যু'দ্ধে মুসলিমদের শুধু আটটি ত'রবারি ছিলো। দুই তিন জনের বিপরীতে একটি ঘোড়া কিংবা উট ছিলো। যে উঠতে পারেনি সে হেঁটে গেছে যু'দ্ধকরতে। জয় কার হয়েছে?
এখানেও সাহায্য এসেছিলো। আ'ল্লাহর দ্বী'ন বাস্তবায়নের জন্য আপনি যদি নামেন, বিপরীত পক্ষ যত শক্তিশালী হোক না কেনো যদি আপনার নিয়ত সহী থাকে তাহলে আপনি মরলে শ'হীদ বাঁচলে গাজী। হারানো কিছু নেই।
বিষয়টির ফয়সালা আপনার মনের উপর। আপনি চেয়েছিলেন কি না? সর্বোচ্চ চূড়ায় আ'ল্লাহর আইন প্রতিষ্ঠিত করার লড়াইটি। না মনে মনে বলেছিলেন, ওরা অনেক শক্তিধর। তুমি আর তোমার পরওয়ারদেগার গিয়ে যু'দ্ধ করো গিয়ে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


