এরা তিনজনই অন্ধ । আমাদের অফিসের পাশে একটি অন্ধ কলোনী আছে । বেশীরভাগই ওখানে থাকে । যদিও ছবিটি ষোলশহর দুই নং গেইট থেকে উঠিয়েছি ।
অফিসের সাথে ওদের কলোনীটি হওয়াতে, চা খাওয়ার সময় ওদের অনেককে দেখি। ওরাও চা খেতে আসে। একদিন তারা একসাথে হয়ে আলোচনা করছে, কারো একজন ছেলে কোন কাজ কর্ম করে না। সুতরাং কি করা যায়?
ওদের একজন বললো, চিটাগং মেডিক্যাল নিয়ে একটা পা কেটে ফেলার জন্য। তারপর দুই নং গেইটে বসিয়ে দিলে আর টেনশন নেই।
সারাজীবনের ইনকামের পথ খুলে যাবে। এখন কথা হলো, সবাই কি জন্ম থেকে অন্ধ? কিংবা পেটের দায়ে কয়েকশ টাকা ইনকামের জন্য চোখ খুলে ফেলে দিয়েছে!
টাকা ছাড়া জীবন কতটা অসহায় তা কল্পনারও বাহিরে । যেসব মানুষ বলে টাকার মূল্য নেই তাদের এককথায় কি বলা যায়?

সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




