জানুয়ারী 8, 2006
আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে কুষ্টিয়ার ভেড়ামারায় একটি কোরবানীর গরুর দাম উঠেছে সাড়ে 10 লাখ টাকা। অবিশ্বাস্য এ ঘটনাটি ঘটেছে উপজেলার বাহাদুরপুর গ্রামে। চার বছর বয়সী দেশী জাতের ঐ গরুটির উচ্চতা 5 ফুট 9 ইঞ্চি এবং দৈর্ঘ্য প্রায় 8 ফুট। গরুটির প্রায় 24 থেকে 25 মণ মাংস হওয়ার সম্ভাবনা রয়েছে। যত দূর জানা যায়, এ বছর কোরবানীর ঈদে এ গরুটিই দেশের সেরা গরু। হাতির ন্যায় বলিষ্ঠ দেহের অধিকারী গরুটি এক নজর দেখার জন্য প্রতিদিন শত শত উৎসুক জনতাসহ ক্রেতারা ভিড় করছে ঐ বাড়িতে। ভিড় সামাল দিতে রীতিমত হাঁফিয়ে উঠেছেন ঐ পরিবারের সদস্যরা। 90 বছর বয়সের বৃদ্ধ রুস্তম মিয়া বলেছেন, হাতির মত এমন বিশালকায় গরু তিনি জীবনে কখনো দেখেননি। ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর গ্রামের ব্যবসায়ী শাহানুর রহমান ঐ গরুটির মালিক। আসন্ন ঈদুল আযহা উপল েতিনি গরুটি বিক্রির ঘোষণা দিলে স্থানীয় এক ক্রেতা গরুটির দাম বলেন দু'লাখ টাকা। আশানুরূপ মূল্য না হওয়ায় তিনি সম্প্রতি একটি জাতীয় দৈনিকে গরুর ছবিসহ বিজ্ঞাপন দেন। ঐ বিজ্ঞাপন পড়ে কয়েকদিন আগে চট্টগ্রাম থেকে দু'জন ধনাঢ্য ব্যক্তি এসে পৃথক পৃথকভাবে গরুটির দাম বলেছেন সাড়ে 10 লাখ টাকা। গরুর মালিক শাহানুর রহমান জানান, প্রাথমিক পর্যায়ে তিনি গরুটির দাম 5 থেকে 7 লাখ টাকা নির্ধারণ করেছিলেন। কিন্তু ক্রেতাদের আগ্রহ দেখে তিনি এখন গরুটির মূল্য হাঁকিয়েছেন 15 লাখ টাকা। ভেড়ামারার পাড়া-মহল্লা ও চায়ের দোকানে গরুটি নিয়ে আলোচনার ঝড় উঠেছে।
দেখা যাক, গরুটা কোন গরু কেনে? যে দেশে এতো দারিদ্র ও বৈষম্য সেখানে 15 লাখ টাকার গরু বিক্রি হবে। প্রদর্শনের জন্য, নামের জন্য। অথচ এ গরুর মাংস বা রক্ত কিছুই বিধাতা গ্রহণ করেন না, শুধু গ্রহন করে মানুয়ের খোদাভীতি। এদেশে ধর্মের বাণিজ্যিকীকরণ কবে বন্ধ হবে?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০