আমি বহুদিন কিছু খাইনি
আমি বহুদিন কিছু খাইনি।
তোদের যা কিছু ছিলো রক্ত মাংস সব খেয়ে গেলো ডাইনি।
আমি বহুদিন কিছু খাইনি।
আমি বহুদিন কিছু খাইনি।
তোদের হাড় গোড়ও কিছু পাইনি।
আমি বহুদিন কিছু খাইনি।
এই দেশটাতে ছিলো আমার ও ভাগ
তেল,নুন,ঝাল,লবণ।
১৬ বছর ছিলাম একটানা ভুখা তোদের একটু নড়েনি মন।
বিগত যত বছর ছিলাম তোদের তাসমেরী,স্যাম্পু,সাবান
আমি সব খেয়ে দেয়ে রব তুলেছিনু বিরোধী দলরে বান।
তোরা বিরোধী দলরে বান।
তোদের ব্যাংক ব্যালেন্স আর শেয়ার বাজার কিচ্ছু রাখিনি বাকি
শেষে ছেড়া জামা তোর ছিড়ে খেয়ে আমি নিজে পড়েছি খাঁকি।
আমি কিছুই রাখিনি বাকি
তোর থালা বাসন ঘঁটি বাটি।
আমি কিচ্ছু রাখিনি বাকি।
আমি বহুদিন কিছু খাইনি
হাতে কানাকড়ি কিছু পাইনি
তোদের সব খেয়ে গেলো ডাইনি
আমি বহুদিন কিছু খাইনি।
আবার দিলি রক্ত তোরা ছেলে মেয়ে শিশু সন্তান
দেশ দেশ করে গলা ফাটিয়ে বাহির করিলি প্রাণ।
ভাবলি দেশটা তোরা পাইলি
আজীবন যাহা চাইলি
ভাবলি দেশটা তোরা পাইলি
আজীবন যাহা চাইলি।
কিন্তু আমি বলি ওরে বোকা,
হাসি আ হা হাহা হা।
তোরা হারালি শুধু খুকী খোকা।
আমি বলি সব তোরা বোকা।
চেয়ে দেখ তোল মাথা
রক্ত দিলি স্বাধীন করলি কার হেতু তোরা বল?
শালা বোকা হাদার দল
কার জন্যে করলি বল।
জানি মুখে নাই কোনো উত্তর
ভাবছিস ফিরে পেলি একাত্তর!
আমি হাসি আ হা হা হা
আদতেই তোরা বোকা
ছিড়ে কুঁড়ে খাবো সবকিছু আমি
তোরা নির্বাক দেখে যা।

সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



