আজ প্রিয় কবির প্রয়াণ দিবস।ট্রিবিউট টু রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ।ছিলেন একজন প্রতিবাদী রোম্যান্টিক কবি।যিনি চালু করেছিলেন “ জিন্স-পাঞ্জাবীর ” কম্বিনেশন । হুইস্কির বাংলা নাম দিয়েছিলেন “সোনালি শিশির ”। যার হাত ধরেই ১৯৮৭ সালে শুরু হয়েছিল “ জাতীয় কবিতা উৎসব ” ।এরশাদ বিরোধী “ সম্মিলিত সাংস্কৃতিক জোট ” গড়ে তোলেন রুদ্র। কবিতার মাধ্যমে এবং সশরীরে অন্যায়ের বিরুদ্ধে করেছেন প্রতিবাদ। চাকরির বন্ধনে নিজেকে বাঁধেননি রুদ্র। বড্ড বাউন্ডুলে ছিলেন। জীবন নিয়ে ছিল তার খেলা। যেমন ইচ্ছা জীবনকে চালিয়ে নিয়ে গেছেন। তাই মনে হয় কবিতার কাছে এখনো বাঁধা, মানুষের জীবনের সাথে তাইতো বেঁধে দিয়েছেন নিজের জীবন ।ভালো থাকো রুদ্র,ভালো থাকুক তোমার কবিতা।
"আমি ঈর্ষা করি, যত দিন না আমার দাফন হবে, আমার ধারনা আমার দাফনের পরও আমি রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহকে ঈর্ষা করব। খোদার কসম আমি রবীন্দ্রনাথকেও ঈর্ষা করি না। আমি ঈর্ষা করি লালন ফকিরকে, হাসন রাজাকে, কবি জসিমউদ্দিনকে, আর এই লোকটাকে যে দুটো লাইন লিখতে পেরেছিল। আর কাউকে আমি ঈর্ষা করিনা।" -কবির সুমন।
ভাল আছি, ভালো থেকো,
আকাশের ঠিকানায় চিঠি লিখো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



