দৈবকীর মতো কংসের কারাগারে
আজম মাহমুদ
প্রতিদিন হাতের মুঠোই আসে
এসেই হারিয়ে যায় শূণ্য থেকে মহাশূণ্যে
‘আর একটু শক্ত করে ধরো’ এই পরামর্শদাতাদেরও
হারিয়ে যায়- শূণ্য থেকে মহাশূণ্যে।
আত্মার অতলে ডুব মেরে খুব গভীরে নেমে গিয়ে
দেখেছি- ওখানে তার ছায়া পড়ে থাকে
যেমন দৈবকীর পূর্বজন্মের ছায়া লেগেছিলো
কংসের কারাগারে।
আমার ইহজন্ম নেই, পূর্বজন্ম কিংবা পরজন্মও নেই
শুধু আছে হাতে পাওয়া
আর হারিয়ে যাওয়া।
০২.১১.২০১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




