রাত ৯টা হোল, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে “ক”। ভার্সিটি লাইফে প্রায় সবাই বসে, কিন্তু ওর বসতে সমস্যা, এমন সময় ওর আম্মুর ফোন "বাবা বাসায় আয়"।
ও চলে আসবে, আর ওর পেছনে লাগতে থেকবে ঘরকুনো, লাতুপুতু আরও অনেক টাইটেল।
তারপর কি কি ফলাফল হতে পারে?
১। এভাবে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন...এরপর ও ওর আম্মুর বিরুদ্ধরাচরন শুরু করবে, শেষে মাকে পাত্তা না দিয়ে বন্ধুদের সাথে প্রতিদিন গভীর রাত পর্যন্ত আড্ডা দিতে থাকবে।
২। সে পরদিন আড্ডা দেয়া বাদ দিবে, কোনমতে এড়িয়ে যাবে সবাইকে মনের ভেতর একটা চাপা ক্ষোভ নিয়ে।
৩। টাইটেল দেয়া শুরু করলে ক্ষিপ্ত হয়ে জিজ্ঞাস করবে,
-আমি তোদের কথা শুনব না আমার মার কথা শুনব?
-মার, কিন্তু উনার তো বোঝা উচিত যে ছেলে বড় হইসে।
-ছেলে বড় হইসে মানে কি অকারণে রাত ৯টার পর বাইরে থাকতে হবে?
-আমাদের সাথে কথা বলা অকারন?
-ইট ডিপেন্ডস, তোদের সাথে আড্ডা দেই আমার আনন্দের জন্য, আমার এতো আনন্দের দরকার নাই, তাই এটা "অকারন"। মাকে আনন্দ দিয়ে এর চেয়ে অনেক আনন্দ পাউয়া যায়। আর যদি বলি তোদের আনন্দের জন্য, তাহলে বলবো, আমি আমার গর্ভধারিণী মাকে তুষ্ট করব না তোদের তুষ্ট করব?
গুরুত্তপূর্ণ কিছু হোলে অবশ্যই মাকে বলতাম...
আমি হুজুগে চলার মানুষ নই...বর্তমান জেনারেশনের অনেকেই অন্ধভাবে পশ্চিমা সংস্কৃতি অনুসরণ করছে, এটার ফলাফল হচ্ছে "আমি আমি আমি জেনারেশন", বাবা মার কথা জন্য "চিন্তা করা" বিষয়টা তাদের মাথায় নাই , থাকলেও তাদের মূল্য দেয়া বা তাদের জন্য কিছু সাক্রিফাইস করাটা তাদের কাছে "আনস্মার্ট"। ...............(ব্লা ব্লা ব্লা)
বলে সে চলে যাবে, পরদিন ঠিক রাত ৯টা পর্যন্তই আড্ডা দিবে...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


