
সময় এখন বড্ড কঠিন প্রণয়ের মুখ
তবুও এসো না গড়ি প্রত্যয়ের সুখ
ধৈর্য ধারণ খুবিই যে প্রয়োজন!
জীবনের পারাপার গন্ধের ভালমন্দ-
ধৈর্যই দেবে ভাল কাজের ছন্দ;
প্রতিদিন জ্বলছে মনের জ্বালানময় মশাল-
সান্ত্বনা নাই বাড়ছে কত বেমুখের ঝাল!
এটাই এখন কলি কালের রঙিন ছাল
দোষ দেবে কাকে সবই লালে লাল
জীবনের মানে অর্থাৎ কোন মানে নাই
মৃত্যু খুঁজে তার দ্বিগুণ গুণের স্বাদ!
জগতটাই বুঝি এখন লালে লাল।
৩০ কার্তিক ১৪২৮, ১৫ নভেম্বর ২১
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



