
কবিতার পংক্তি এখন মৃত্যুর পথযাত্রী-
এদিকে উঠন জুড়ে ঘাসফুলের ঠোট বাকানো হাসি;
সময়ের স্রোতে আতঙ্কিত আর আতঙ্কিত-
ফুলেল সুবাসে রাতদুপুর কান্দে আকাশ মাটি
কখন ফিরবে কবিতা আবার সোনালি দিন হবে;
প্রজাপতিরা নিঠুর ডানা বাঁধার দেয়াল তৈরি করেছে।
সময় শোকাবহ জলধারা বয়ে যাচ্ছে-
আর পশু মতো হত্যা চাই না সোনালি কবিতার পংক্তি হোক
সময়গুলো ফাগুনের হাওয়ায় প্রণয়ে দোলুক!
মৃত্যুর পথযাত্রী থেকে ফিরে আসবে কবিতা
শস্য শ্যামল এই সমারহে।
১৩ অগ্রহায়ণ ১৪২৮, ২৮নভেম্বর ২১
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




