
কয়েক জন প্রেম সন্ন্যাসী
গলা ভরে লাল পানি গিলে গিলে
হৈ হুল্লর আনন্দ করে- করে
ঢেউ তুলে যায় বিসর্জন দেহ!
কি এমন মায়ায় স্রোতে ডুবে মরল!
ভাবে না কয়েক জনের ভবিষ্যৎ-
তবু লাল পানির তাতে কি আসে গেলো
ধর্ম কর্মের চিহ্ন মাটিতেই মিশে থাকল-
নিঃশ্বাসে বড় ধন, বাতাসে বয়ে যায়
মাতাল উৎসবমুখর কোন ধর্মের কর্ম নয়
চাঁদ তারার মতো আকাশে শুধু অভিনয়!
এভাবেই ঘটে যায় লাল পানির সরবর।
২৫ আশ্বিন ১৪২৯, ১০ অক্টোবর ’২২
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০২২ দুপুর ১২:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




