
কাজের বর্ণগুলো
ঝাপসা দেখি;
দূরের আকাশ খুব
সুন্দর ছবি!
চশমার কোন লাজ
লজ্জা নেই-
খাপটার বড় শরম
তবু স্পর্শ
খারাদুপুর কিংবা রাত
কথার গায়ে-
কোন চশমা লাগে না
যত বর্ণগুলো;
কেন বা ঝাপসা দেখি।
১৯ আশ্বিন ১৪৩০, ০৪ অক্টোবর ২৩

কে আছিস বলবান!
হ্ আগুয়ান।
দে সাড়া দে ত্বরা।
ধরতে হবে হাল,বাইতে হবে তরী, অবস্থা বেসামাল।
জ্বলছে দেখ প্রাণের স্বদেশ
বিপর্যস্ত আমার প্রিয় বাংলাদেশ।
মানবিকতা, মূল্যবোধ, কৃষ্টি, সভ্যতা, সংস্কৃতির বাতিঘর।
সর্বত্র আজ... ...বাকিটুকু পড়ুন
জুলাইয়ের তথাকথিত আন্দোলনের পুরোটা ছিল মেটিকিউলাস ডিজাইন
লালবদর নীলা ইস্রাফিল এখন বলছেন ও স্বীকার করছেন যে—
জুলাইয়ের সবকিছুই ছিল মেটিকিউলাস ডিজাইন।
মুগ্ধের হত্যাও সেই ডিজাইনের অংশ।
অভিনন্দন।
এই বোধোদয় পেতে দেড় বছর লাগলো?
আমরা তো... ...বাকিটুকু পড়ুন

বই : টক অব দ্য টাউন

