ঘটনা : আমার এক আমেরিকা প্রবাসি খালাত ভাইয়ের জন্য মেয়ে দেখা হচ্ছিল।অনেক দেখাদেখির পর মেয়ে পছন্দ হয়।মেয়ে পক্ষও রাজী হয়।মেয়ে চট্রগ্রাম ভার্সিটি থেকে ইংরেজীতে মার্স্টাস পাশ করেছে।এই কথা শুনে আমি অবাক।কারন আমার খালাত ভাইতো আন্ডার ইন্টার।এমনিতে মেয়ে উচ্চশিক্ষিত তারপর দেখতেও ভালো,বুঝতে পারলামনা মেয়ে পক্ষ কিভাবে রাজী হলো।ভাবলাম টাকার জোর।পরে জানতে পারলাম যে মেয়ে
পক্ষকে মিথ্যা বলা হয়েছে। তাদেরকে বলা হলো ছেলে বাংলাদেশ থেকে ইন্টার পাশ করে আমেরিকা চলে যায় আর ঐখানে গিয়ে বিবিএ পাশ করেছে!!!
এখন আমার কথা হলো যে সমাজে এমন ঘটনা অহরহ হচ্ছে।মনে হয় সমাজ সীকিৃত ব্যাপার।বিয়ের মতো এতো বড় একটা ব্যপারে অপ্রিয়

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




