ঢাকা, ১৯ মে (শীর্ষ নিউজ ডটকম): প্রভাবশালী ওরিয়ন গ্রুপের দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ায় এ ব্যবসা প্রতিষ্ঠানের চরম রোষানলের শিকার হয়েছে সাপ্তাহিক শীর্ষ কাগজ। জোট সরকারের আমলের দ্বিতীয় হাওয়া ভবন বলে পরিচিত ওরিয়ন হাউজ বর্তমান সরকারের আমলেও ইতিমধ্যে বেশ ক্ষমতাধর হিসেবে আবির্ভূত হয়েছে। নিজেদের মাস্তান ছাড়াও অবৈধ ক্ষমতা ব্যবহার করে শীর্ষ কাগজ প্রকাশনার বিরুদ্ধে আঘাত হেনেছে এ বিতর্কিত ব্যবসা প্রতিষ্ঠানটি। এক্ষেত্রে তারা একটি প্রভাবশালী সরকারি গোয়েন্দা সংস্থার কয়েকজন কর্মকর্তাকেও এ কাজে ব্যবহার করছে।
শীর্ষ কাগজ সম্পাদককে হয়রানি করা ছাড়াও ছাপা হওয়া পত্রিকা ছিনিয়ে নিয়ে গেছে। এ কারণে শীর্ষ কাগজের চলতি সংখ্যা এখন পর্যন্ত বাজারজাত করা সম্ভব হয়নি। যদিও যথাসময়ে অর্থাৎ গত সোমবার ১৭ মে শীর্ষ কাগজ বাজারজাত করার জন্য পুরো প্রস্তুতি ছিলো।
শীর্ষ কাগজ ১৭ মে প্রকাশের জন্য নির্ধারিত সংখ্যায় একটি প্রতিবেদন ছিলো ওরিয়নের দুর্নীতি নিয়ে লিখলে সরকার বিব্রত হয় শিরোনামে। এ প্রতিবেদনে শীর্ষ কাগজ সম্পাদকের সঙ্গে সরকারি গোয়েন্দা সংস্থার একজন মেজরের কথোপকথন তুলে ধরা হয়েছিলো। ওই মেজর ওরিয়ন সংক্রান্ত কোন প্রতিবেদন যেন প্রকাশ না করা হয় সে ব্যাপারে চাপ সৃষ্টি করেছিলেন। কিন্তু ওরিয়ন গ্রুপ বুঝতে পারে যে, সম্পাদক তাদের কথা শুনছেন না। এ কারণে গোয়েন্দা সংস্থার নামে বিভিন্ন লোকজন দিয়ে পরে আরো দফায় দফায় টেলিফোনে হুমকি দেয়া হয় সম্পাদককে। শীর্ষ কাগজ যে প্রেসে ছাপা হয় সেই প্রেসে গিয়েও গোয়েন্দা সংস্থার কথা বলে হুমকি দেয়া হয়। এমনকি পরে ছাপা হওয়া শীর্ষ কাগজের বান্ডিল আনার সময় পথে একদল মাস্তান তা ছিনিয়ে নিয়ে যায়। এরপর অন্য প্রেস থেকে আবারও ছাপার উদ্যোগ নেয়া হলে সেখানেও বাধা দেয়া হয়।
এদিকে, সরকারের ওই বিশেষ গোয়েন্দা সংস্থার পরিচয় দিয়ে কিছু লোক শীর্ষ কাগজের সম্পাদকের খোঁজে গত তিনদিন বাসায় ও অফিসে তল্লাশি চালাচ্ছেন দফায় দফায়। এমনকি সম্পাদকের গ্রামের বাড়িতেও গোয়েন্দা সংস্থার কথা বলে তল্লাশির জন্য লোক পাঠানো হয়েছে।
উল্লেখ্য, সাপ্তাহিক শীর্ষ কাগজের ৪৮তম সংখ্যায় `ফ্লাইওভার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মন্ত্রণালয় জানেই না' এবং ৫০তম সংখ্যায় `জোট আমলের দ্বিতীয় হাওয়া ভবন ওরিয়ন হাউজ এখনো ক্ষমতার কেন্দ্র' শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। সে থেকেই প্রথমে নানা প্রলোভন দেখিয়ে প্রতিবেদন ছাপানো বন্ধের চেষ্টা শুরু হয়। এতে সফল না হয়ে চলে জোর করে কলম বন্ধ করার অপতৎপরতা। (শীর্ষ নিউজ ডটকম/ আরএমএম/ এমএইচ/ সস/ ১৭.৫৩ঘ.)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





