আমি তুমি আমরা যাত্রী পথের শেষের
কালের গাড়ী যাচ্ছে নিয়ে উজান বেয়ে।
পার হয়ে যাই গ্রাম - শহর-লোকালয়-
কোথাও থামে, কোথাও বা বয়ে চলে ।
কখনো মনে হয় নদীর ধারা বা জীবনের স্রোত
গন্তব্য যার স্থির করা সময়ের সাথে
তার সাথে আমরা যাচ্ছি নির্বাক নিশ্চল।
দু'পাশে ধানের ক্ষেত ন্যাড়া অথবা ভরা
অপরূপ সুষমাময় কৃষ্ঞচূড়া জারুলের সারি
কত সুর কত কোলাহল;
আমরা নিরুত্তর নির্বাক
এ কোন কাল টানছে আমাদের
মন্থর গতিতে অজানার পথে !!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




