শেষ ভালোবাসা
সিদ্ধান্তটা নিয়েই ফেলেছি
আর একবার ভালোবাসব তোমায়!
সময়টা নিয়ে সন্দেহ আছে
আছে তার স্থিতিশীলতা নিয়ে।
অনেক ভেবেছি আমি
সময়ের স্থায়িত্বের ঠিকানায়
ভেবেছি যেদিন শাড়ি পরবে
সেদিন হয়তো পারব,
কিন্তু না-
শাড়ী খুললে বিবর্ণ দেখাবে তোমায়!
কি আজব এ কথা
আজ ভালোবাসতে শাড়ি খুলতে হয়!
ভালোবাসার সংজ্ঞা বদলে গেছে
গেছে সময়ের ব্যবধানে,
স্থানের তারতম্যে।
ঢাকার ভালোবাসায় সান্নিধ্য আছে
লেকের ধারে,সোহরাওয়ার্দী উদ্যানে
তোমার ভালোবাসায় নেই।
তাই এই শেষবার ভালোবাসব তোমায়
তোমার থেকে ৩৮০ মাইল দূরে থেকে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




