আমি ভালো নেই
শূন্য সাগর পাড়ে
একলা বসে নিরন্তর
টেউয়ের আছাড় কিনেছে সময়,
দূর ওপারে চোখ মেলাতে যেয়ে
চোখের কোণে ছানির উদ্রেগ
এনেছে ক্লান্তির ঘুম
কূল তবু অনিশ্চিত!
সে অনিশ্চিয়তায় আমার আবেগহীন আক্ষেপ
চোখের কোণে অশ্রু এনে
কিনেছে ফেলে আসা মন্দ কিছু সময়
তবু এ সময়,স্থবির সময়ে
আমি ভালো নেই।
আজ ধূসর ভবিষ্যত
তার থেকে অন্ধকার
অনাগত বর্তমান
(আগত হতেই যার অতীত চিহ্ন)
সেও হয়েছে ঘোলাটে,
ক্লান্ত করুন চোখে
ভাগ্যের ফোড়ন কেটে
করেছে ব্যঙ্গঁ আমার সাথে
আমার ফেলে আসা
কিছু সময়কে ভিক্ষে চেয়েছে
ভাগ্য পরিবর্তনের আশায়।
আমি ভাগ্যের পরিবর্তন চেয়েছি
চাই নি একটু পরিশ্রম
তাই অন্য সবার মত
আমার ভালো থাকা হয় নি।
আমি সমকালীন সময়ে
আমার আমিতে ভালো নেই।
স্বপ্নের আর্জি শুনলে আজ
কষ্ট হয় মনের গহীনে
ঘন ঘন চাহনিতে
পাগলামি এসে ভর করে মনে।
দূরত্বের দুরত্ব থেকে
মেঘ কড়া নেড়ে যায়
বৃষ্টির ভয় দেখিয়ে,
আজ আমি বৃষ্টিকে ভয় পাই
দুরন্ত সময়ে যেখানে
অশ্লীল খেলা খেলেছি তার সাথে!
আজ বৃষ্টি মৃত্যুরূপ নিয়েছে
বজ্রকে সাথে নিয়ে!
সেই বজ্র যে পালিয়ে যেত
শিবসা নদীর বাঁকে
কিংবা আরো দুরে,দূরে কোথাও।
আমি আদোতে আজ ভালো নেই
ফেলে আসা সে সুন্দর সময়
করুন মনের বিলাপে
আর হাসি আনে না,
আনতে পারবেও না!
শুধু পচা এ সময় অনুকরনে
সামনের দিনগুলোতেও আমি ভালো থাকব না!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




