রেডিও একসময় এর জনপ্রিয় বিনোদন মাধ্যম ছিল... এখনো যে এর জনপ্রিয়তা কম এমনটি নয়।
মাঝে মাঝে যখন নিজের ফোনের একের পর এক পছন্দের গানে মাঝে একটু এক ঘেয়েমী কাজ করে তখনই ফোনে রেডিও অ্যাপ খুঁজে বিভিন্ন স্টেশন ঘুরে ফিরে থেমে যাই ঔ মুহুর্তের মন ভোলানো কোনো এক সুরের তালে।
রেডিও কিছু কিছু স্টেশন, কিছু কিছু প্রোগ্রাম আমাদের কাছে অনেক সুপরিচিত এবং আমরা অনেকেই সবসময় শুনি...কিন্তু আমরা কি "বাংলাদেশ বেতার" এর কোনো একটা প্রোগ্রাম এর কথা বলতে পারবো?? আমিও যে সবসময় শুনি বা সব কিছু জানি এমনটি নয়..তবে এখন থেকে চেষ্টা করবো রেগুলার.. সময় সুযোগ হলে "বাংলাদেশ বেতার"এর সাথে থাকবো। কারন এমনি একদিন রেডিও স্টেশন একের পর এক ঘুরতে ঘুরতে শুনি বাংলাদেশ এর ইতিহাস ঐতিহ্য নিয়ে কথা, বাংলা কে সুন্দর ভাবে উপস্থাপন করার কন্ঠ, বাংলার নদী নিয়ে কবিদের কবিতা সাহিত্য, আমাদের সংস্কৃতির সুস্পষ্ট বর্ণনা। তাছাড়া জনসচেতনতা মূলক বিভিন্ন তথ্য। আজকেই শুনলাম ড্রাগন ফল সম্পর্কে কিছু তথ্য... এই রকম বিভিন্ন তথ্য সম্বলিত থাকে নানা ধরনের অনুষ্ঠান।
আমার মনে পরে আমার বাবা টিভি থেকে বেশি রেডিও শুনার প্রতি আগ্রহী, সে বিভিন্ন নাটক বা প্রোগ্রাম শুনাতো যা আসলেই অনেক গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল।
স্কুল কলেজ শেষ হওয়ার পর কেউ যেনআর দেশ বা দেশের সৌন্দর্য, বাংলার প্রকৃতি নিয়ে কথা বলে না...শুধু মারামারি, মহামারি আর নোংরা কিছু ঘটনা সমন্ধে কথা ছাড়া যেন আর কিছু নেই..
তাই নিজের বাংলাকে , আমাদের সংস্কৃতিকে, ইতিহাসকে, বাংলার নদীকে, প্রকৃতি জানতে মাঝে মাঝে "বাংলাদেশ বেতার "শুনুন মাঝে মাঝে..বাসার ছোটো যারা আছে, তাদেরও উদ্ভুদ্ধ করুন।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



