হয়তো আমার অদৃশ্য স্পর্শে
গর্ভধারিনী হবেনা তুমি..
কিংবা একলা বিকেলে নরম রোদে বসে
অন্ধকারে করা খুনসুটির কথা মনে করে
লজ্জায় রাঙা হবেনা ..
কারন , খুনসুটি কখনই করিনি আমি তোমার সাথে...।
জানো ? কল্পনায় আমি চলে গিয়েছিলাম অনেক দূর..
মসৃন উচু নিচু পথ ধরে
সিক্ত হয়েছি বৃষ্টিতে বহুবার...
আচ্ছা....আমি শেষ যেদিন তাকি্য়েছিলাম তোমার চোখে..
তুমি কি তাকিয়েছিলে ?
তাকাওনি...
তাকালে এতদিনে হয়তো জন্মদাতা হতাম আমি.......
ভালোই করেছিলে হয়তো......।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




