কত্তো দিন দেখিনা তোমায়,
ধুম্র লতার মতো চাদ এসে ধুয়ে
নিয়ে গেছে মোর চোখ দুটো, তোমার
শোবার ঘরে,
লাল টিপ পড়ে ডুবে যাওয়া সূর্যের ছবি
একে কপালে ,তুমি তখন নিজেকে বিলাতে ব্যস্ত
ঘাস পাতায় শিশিরের মতন,
আমি শুধু মনে রাখি তোমায় বিস্তৃত
জলছবি, রাঙা সিদুর অথবা
কোন স্ফীত মসৃন স্মৃতির মাঝে.......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




