অনেক দিন পর দেখলাম তোমায়,
এখনো ঠিক আগের মতই আছ,
আমার খয়েরি শার্ট এর শুভ্র বোতাম এর মতো....
বুকের অনেক অনেক কাছে......
আজ তোমাকে ভেজাবো ,
প্রখর রোদ্রের মতোন
নোনতা ঘামের স্বাদে..........
তাই আজ কোনো ঘুম পাড়ানি
গান শোনাবো না তোমায়...
জড়িয়ে রাখবো,
মৃতের কফিনে চেপে থাকা মাটির মতোন,
প্রঃশাস নিতে কষ্ট হলে দেবো আমার কাছ থেকে সবটুকু....
উত্সর্গ : কোনো এক মানসীর জন্য

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




