দেখেছিলাম তোমায় সেই কবে ,
শরীরের কাপড়ে মোড়ানো ,
জোছনা মাখিয়ে যেদিন
স্নান করিয়েছিলাম,
বলেছিলে, অন্ধকারের মোম হতে ভালো লাগে তোমার,
আস্তে করে বলেছিলাম
চোখে চোখ রেখে ,
ভুল বুঝেছ তুমি আমায়,
মনের কাপড় চাইছিনা আমি আর.......
বলেছিলে, ওটা আবার কি ?
বলেছিলাম , জানিনা ঠিক, বুঝে নাও.
সেদিন ভোরের আলোয় মোমের শেষ ধোয়াশায়
প্রশ্বাস নিয়ে, ঘুমিযে পড়েছিলাম দুজন.... .

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




