আর খুব বেশিদিন নেই,
আমার ঘুম জড়ানো তাকানো,
আর সদ্য জেগে ওঠার পর নতুন নিশ্বাস
ঘুরে বেড়াবেনা সকাল বেলার ক্লাসে .
টেবিল চেয়ারে লেগে থাকা, আমার
শরীরের গন্ধগুলো উবে যাবে খুব সহজেই.
ক্লাসে স্যার এর লেকচার এর সময়
অন্য দিকে তাকিয়ে, অবাস্তব অগোছালো অন্যমনস্ক ভাবনাগুলোর
মৃত্যু ঘটবে হয়তো, যাদের ধরে রাখবো কিভাবে,বুঝে
উঠতে পারছিনা....
হলে মধ্যরাতের আড্ডা গুলো, যাদের প্রাণবন্ততা
জলপ্রপাতের মতই স্বচ্ছ আর উদ্দাম....
একাকী থেকে মনে পড়ে যাবে খুব তাদের....
তবু মনে রেখে যাবো এই সব
দিনগুলোকে..
মনে পড়ে যাবে সব কিছুই....এই সব দিনগুলোর...
আমার মনের ভিতরের কুঠুরিতে, অনেক সুদূরে
হুয়তো কোনো দিনে...
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০২১ সকাল ১১:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




